নিউরোবেস্ট (Neurobest)এর কাজ এবং এর উপকারিতা সম্পর্কে জানুন
প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে নিউরোবেস্ট ঔষধ সম্পর্কে জানতে চান। নিউরোবেস্ট এর কাজ কি অথবা নিউরোবেস্ট কিসের ওষুধ সে সম্পর্কে। নিউরোবেস্ট শরীরের কি কি উপকার করে থাকে এবং কিভাবে খেতে হয় খাওয়ার নিয়ম ইত্যাদি সম্পর্কে জানার আগ্রহ থেকে আপনি যদি এই আর্টিকেল ক্লিক করে থাকেন তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন।
আজ আমাদের এই আর্টিকেল এর মূল আলোচ্য বিষয় নিউরোবেস্ট ঔষধ সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়া। নিউরোবেস্ট আসলে একটি নিউরো ট্রপিক ঔষধ যা মস্তিষ্কের কার্যকরিতা এবং স্নায়ুতন্ত্রের স্বাস্থ্যকে উন্নত করতে ব্যবহার করা হয়। এটি স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং মানসিক অবসাদ দূর করে মনের স্বাস্থ্য ভালো রাখে। নিউরোবেস্ট ভিটামিন বি এর একটি সাপলিমেন্ট যা মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে মস্তিষ্ককে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করতে সহায়তা করে।
পুরো আর্টিকেলটি পড়লে আপনারা নিউরোবেস্ট এর কাজ কি, নিউরোবেস্ট এর উপকারিতা, নিউরোবেস্ট কিসের ঔষধ, নিউরোবেস্ট খাওয়ার নিয়ম সহ যাবতীয় তথ্য জানতে পারবেন। নিউরোবেস্ট সম্পর্কে যাবতীয় তথ্য জানতে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল। আসুন, নিউরোবেস্ট কিসের ওষুধ সম্পর্কে আলোচনা করা যাক।
নিউরোবেস্ট কিসের ঔষধ :
নিউরোবেস্ট ভিটামিন বি১২ এর একটি ফর্ম। নিউরোবেস্ট একটি নিউরোভিটামিন সাপ্লিমেন্ট। এটি সাধারণত স্নায়বিক দুর্বলতা এবং ভিটামিন বি ১২ এর অভাবজনিত সমস্যার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও ভিটামিন বি ১, ভিটামিন বি ৬ এবং ফলিক এসিড এর অভাব পূরণে নিউরোবেস্ট খুব ভালো ভূমিকা রাখে।
স্নায়ু কোষগুলোর পুনরুদ্ধারে সাহায্য করে এবং ভিটামিন বি ১২ এর ঘাটতি পূরণ করে স্নায়বিক কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করে। রক্তে হিমোগ্লোবিন তৈরি করে এবং তার সঙ্গে কোষ গঠনের সাহায্য করে কোষের সুস্থতা বৃদ্ধিতে সাহায্য করে। স্মৃতি শক্তি ও মনোযোগ বাড়ায়। মানসিক ক্লান্তি এবং ভুলে যাওয়ার একাগ্রতা সমস্যা কমাতে সাহায্য করে এই ঔষধটি।
মানসিক চাপ ও উদ্বেগ কমাতে নিউরোবেস্ট খুব ভালো ভূমিকা রাখে। আশা করি, নিউরোবেস্ট কিসের ওষুধ সে সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে। এবার আসুন নিউরোবেস্ট এর কাজ কি সে সম্পর্কে আলোচনা করা যাক।
নিউরোবেস্ট এর কাজ কি :
নিউরোবেস্ট এর বহুমুখী কাজ রয়েছে তার মধ্যে এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে, স্থিতিশক্তি উন্নত করে ও স্নায়ুতন্ত্রকে উন্নত করতে সাহায্য করে। তাছাড়া অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা সমস্যা সমাধানেও এর ভূমিকা রয়েছে। আপনারা অনেকেই নিউরোবেস্ট এর কাজ কি সে সম্পর্কে জানতে চান। আসুন আজকের এই আর্টিকেলে আলোচনা করব নিউরোবেস্ট এর কাজ কি সে সম্পর্কে বিস্তারিত।
- স্নায়ুজনিত দুর্বলতা ও ড্যামেজ পুনরুদ্ধারের সহায়তা করে এবং হৃদপিণ্ড শক্তিশালী করে
- রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধে নিউরোবেস্ট ট্যাবলেট খুব ভালো কাজ করে
- শারীরিক ক্লান্তি ও দুর্বলতা কমাতে এই সাপ্লিমেন্ট এর কোন জুড়ি নেই
- ডায়াবেটিস জনিত স্নায়বিক ব্যথা উপশমের নিউরোবেস্ট খুব ভালো কাজ করে
- বা স্নায়জনিত রোগের পর শারীরিক কার্যক্ষমতা পুনরুদ্ধারের সহায়তা করে
- নিউরোবেস্ট এর আরেকটি কাজ হল মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় যার ফলে মনোযোগ ও স্মৃতিশক্তি উন্নত হতে সহায়তা করে
- নিউরোবেস্ট মানসিক চাপ কমিয়ে মেজাজ ফুরফুরে রাখতে সাহায্য করে
- মানসিক অবসাদ এবং অনিদ্রা দূর করতে সহায়তা করে
- যে সকল ব্যক্তিরা হৃদরোগে আক্রান্ত এবং অতিরিক্ত মানসিক চাপ এবং হার্ট এটাকের সম্ভাবনা থাকে তারা নিয়মিত নিউরোবেস্ট ঔষধটি সেবন করলে হৃদরোগের ঝুঁকি কমে
নিউরোবেস্ট ঔষধ খাওয়ার নিয়ম :
প্রিয় পাঠক, উপরের অংশে আমরা নিউরোবেস্ট এর কাজ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি ।এবার আসুন নিউরোবেস্ট খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক। যেকোনো রোগ আরোগ্য হওয়ার পেছনে তার ঔষধ সেবন সঠিক নিয়মে করাটা বেশ জরুরী। এবং আমরা সবসময়ই আপনাদের পরামর্শ দিয়ে থাকি যে কোন ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তবে সাধারণত ডাক্তাররা রোগের তীব্রতা অনুযায়ী ঔষধের দোষ ঠিক করে থাকেন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত একটি ট্যাবলেট সর্বোচ্চ দিনে তিনবার মুখে সেবন করার পরামর্শ দিয়ে থাকেন। তাছাড়া ইনজেকশনের ক্ষেত্রে একটি ampule (এম্পুল) সপ্তাহে তিনবার প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মাংসপেশীতে প্রয়োগ করতে হয়।
একেবারে খালি পেটে এই ওষুধ সেবন করা উচিত নয় তাই এই ওষুধ সেবনের পূর্বে কিছু খাবার খেয়ে নিতে হবে অর্থাৎ ভরাপেটে এই ওষুধ সেবন করতে হবে। সাধারণত গর্ভকালীন এবং শিশুদের ক্ষেত্রে এ ওষুধ সেবনের কোন নির্দেশনা পাওয়া যায় না। তাই এই ওষুধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করুন।
নিউরোবেস্ট ঔষধের দাম কত :
প্রিয় পাঠক, আপনারা অনেকেই নিউরোবেস্ট ঔষুধের দাম সম্পর্কে জানতে চান। আর্টিকেলের এই অংশে আমরা নিউরোবেস্ট ওষুধের দাম সম্পর্কে আলোচনা করব। তার আগে নিউরোবেস্ট ওষুধের প্রধান কয়েকটি উপাদান সম্পর্কে ধারণা নেওয়া যাক ।এ ঔষধের প্রধান উপাদান সমূহ হচ্ছে ভিটামিন বি ১, ভিটামিন বি ৬ এবং ভিটামিন বি ১২।
এই ট্যাবলেটটি প্রতি পিসের দাম ১০ টাকা। এক পাতা ওষুধে ১০ টি ঔষধ থাকে। এক পাতা ওষুধের দাম পড়বে ১০০ টাকা। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা দিনে একটি ট্যাবলেট খেতে পারেন। সে ক্ষেত্রে ৩০ দিনে ৩০ টি ঔষধ এর দাম পড়বে ৩০০ টাকা। প্রিয় পাঠক এতক্ষণ আমরা নিউরোবেস্ট ওষুধের দাম সম্পর্কে জানলাম এবার আমরা নিউরোবেস্ট এর উপকারিতা সম্পর্কে আলোচনা করব।
নিউরোবেস্ট এর উপকারিতা :
নিউরোবেস্ট এর নানামুখী উপকারিতা রয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় ।যাতে করে চিন্তা বুদ্ধি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। এতে ভিটামিন বি গ্রুপের বি ১, বি ৬, বি ১২ ইত্যাদি উপাদান বিদ্যমান হওয়ায় স্মৃতিশক্তি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে।
মানসিক চাপ ও অবসাদ কমিয়ে ঘুমের মান উন্নত করতে এই সাপ্লিমেন্ট বিশেষ ভূমিকা পালন করে। নিউরোবেস্ট সাধারণত ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট যা ভিটামিন বি এর ঘাটতি পূরণ করে এবং রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে থাকে। বিশেষ করে যে সকল রোগীরা ডায়াবেটিসের কারণে স্নায়ুর ব্যথাজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য নিউরোবেস্ট খুব ভালো একটি সমাধান হতে পারে।
নিউরোবেস্ট নিয়মিত সেবনের ফলে শারীরিক দুর্বলতা দূর হয় এবং শরীরের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। নিউরোবেস্ট ব্রেনের ফাংশন উন্নত করে দ্রুত চিন্তা ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে। যেকোনো ঔষধ এর উপকারিতা পেতে হলে নিয়মিত এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।
তা না হলে এর কাঙ্খিত ফলাফল পাওয়া যায় না। আশা করি, আপনারা নিউরোবেস্ট এর উপকারিতা সমূহ জানতে পেরেছেন। এবার আসুন, নিউরোবেস্ট ওষুধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করা যাক।
নিউরোবেস্ট ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া :
সব ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তবে নিউরোবেস্ট এই ট্যাবলেটটি পার্শ্বপ্রতিক্রিয়া তেমন একটা পরিলক্ষিত হয় না । তবে কিছু ক্ষেত্রে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা নিচে আলোচনা করা হলোঃ
- ক্ষুধামন্দা হওয়া
- বমি বমি ভাব
- ডায়রিয়া
- মাথাব্যথা
- এলার্জি সমস্যা
- ত্বকে ফুসকুড়ি হতে পারে
- তাছাড়া মাত্রা অতিরিক্ত এবং দীর্ঘমেয়াদি সেবনের ফলে হাত-পা ঝিন ঝিন,স্নায়ু দুর্বলতা এবং চলাফেরায় সমস্যা ইত্যাদি প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
আপনাদের সতর্কতার জন্য জানিয়ে রাখি যে সব ব্যক্তিরা লিভার ও কিডনির সমস্যায় ভুগছেন এবং এলার্জি ও স্নায়ু সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই ঔষধটি সেবনের সতর্কতা অবলম্বন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ওষুধ সেবন থেকে বিরত থাকুন।
লেখকের মন্তব্য:
প্রিয় পাঠক, আজ আমাদের এই আর্টিকেল এর মূল আলোচনার বিষয় ছিল নিউরোবেস্ট এর উপকারিতা এবং নিউরোবেস্ট এর কাজ কি সে সম্পর্কে বিস্তারিত। আপনি যদি মনোযোগ সহকার আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে হয়তো নিউরোবেস্ট ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আর্টিকাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রত্যেকটা ঔষধ সেবনের পূর্বে তার কার্যকারিতা ,উপকারিতা এবং খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া উত্তম। নিউরোবেস্ট এমন একটি ঔষধ যার নানামুখী ব্যবহার রয়েছে।এই ওষুধটি সেবনের ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে, ব্রেন ফাংশন উন্নত হয়, অতিরিক্ত মানসিক চাপ কমায়, হৃদ রোগীদের জন্য উপকারী,হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়,অনিয়মিত ঘুম বা অনিদ্রা, দুশ্চিন্তা মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়।
আর্টিকেলটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে আসে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও পড়ার সুযোগ করে দিন। এই আর্টিকেলটি সম্পর্কে আপনাদের বিশেষ কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url