মরিয়ম ফুল খেলে কি বাচ্চা হয় জেনে নিন বিস্তারিত

প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম। আশা করি, আপনারা সবাই ভাল আছেন। আজকে এই ব্লগে আপনাদের সাথে মরিয়ম ফুল সম্পর্কে আলোচনা করব।আপনারা অনেকেই জানতে চান মরিয়ম ফুল খেলে কি বাচ্চা হয়? মরিয়ম ফুল খাওয়ার নিয়ম এবং এর উপকারিতা সম্পর্কে। তাছাড়া মরিয়ম ভুল সম্পর্কে যাবতীয় তথ্য পেতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।
মরিয়ম ফুল খেলে কি বাচ্চা হয়
পুরো আর্টিকেলটি পড়লে আপনারা আরো জানতে পারবেন মরিয়ম ফুলের উপকারিতা, মরিয়ম ফুল কোথায় পাওয়া যায়, মরিয়ম ফুলের ইতিহাস, মরিয়ম ফুলের দাম কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত। আসুন, আর দেরি না করে এ আর্টিকেলের মূল বিষয় মরিয়ম ফুল খেলে কি বাচ্চা হয় এবং মরিয়ম ফুল খাওয়ার নিয়ম সম্পর্কে আলোচনা করা যাক।

ভূমিকা:

মরিয়ম ফুল ইংরেজিতে (Rose of Jericho) এটি মরু অঞ্চলে জন্মে এমন একটি উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম Anastatika hierochuntica । মরিয়ম ফুল একটি শুকনো ফুল যা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে এর পাপড়ি গুলো ফুটন্ত ফুলের মত সতেজ হয়ে ওঠে। মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার মরু অঞ্চলে মরিয়ম ফুল জন্মে। ইসলাম ধর্মে এই ফুলটি অত্যন্ত পবিত্র ফুল হিসেবে গণ্য হয়।
বিবি মারিয়ম যখন ঈসা (আ) কে জন্ম দেন তখন তার আশে পাশেই এই গাছ ছিল এবং ছায়া দিতেন ও স্নিগ্ধতা দিতেন বলে বিশ্বাস করা হয়। বিভিন্ন ধরনের হারবাল ঔষধে এই গাছ এবং এর ফুল ব্যবহার করা হয়।বিশেষ করে গর্ভধারণ এ সাহায্য করে এবং গর্ভবতী মায়ের প্রসবকালীন ব্যথা উপশমে মরিয়ম ফুল বেশ উপকারী বলে অনেকে ধারণা করেন।

মরিয়ম ফুলের উপকারিতা :

প্রিয় পাঠক, আপনারা অনেকেই মরিয়ম ফুলের উপকারিতা সম্পর্কে জানেন আবার অনেকের কাছেই অজানা। আর্টিকালের এই অংশে আমরা মারিয়াম ফুলের উপকারিতা সম্পর্কে আলোচনা করব। মরিয়ম ফুলের নানান উপকারিতা রয়েছে। মরিয়ম ফুল প্রাচীনকাল থেকে প্রাকৃতিক ঔষধি গাছ হিসেবে পরিচিত।তার মধ্যে মরিয়ম ফুল গর্ভাবস্থায় বাচ্চার স্বাস্থ্যের উন্নতি জন্য বেশ কার্যকরী ।

প্রিয় পাঠক, মরিয়ম ফুল খেলে কি বাচ্চা হয় সহ মরিয়ম ফুলের কাজ কি কি সে সম্পর্কে আপনাদের মনে অনেক প্রশ্ন তাই না। বিশেষ কিছু কাজ যেমন, হজম শক্তি বাড়ায়, ক্যান্সার প্রতিরোধ,কোষ্ঠকাঠিন্য দূর করে, হার্টের স্বাস্থ্য ভালো রাখা সহ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই মরিয়ম ফুল।

এতে আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং লোহা এর মত বিভিন্ন খনিজ উপাদান বিদ্যমান। মরিয়ম ফুলের বিশেষ বিশেষ উপকারিতা সম্পর্কে জানার জন্য পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো। মরিয়ম ফুলের বিশেষ কিছু উপকারিতা সম্পর্কে নীচে আলোচনা করা হলোঃ

গর্ভবতী মেয়েদের জন্য উপকারী:
গর্ভবতী মায়েদের প্রসবকালীন সময়ে প্রসব ব্যথা কমাতে মরিয়ম ফুলের পানি বেশ কার্যকর বলে অনেকে বিশ্বাস করেন । এটি জরায়ুর সংকোচনে সহায়তা করে বলে অনেকের ধারণা।

গর্ভধারণে সাহায্য করে:
প্রাচীনকাল থেকে কিছু লোকের বিশ্বাস যে মরিয়ম ফুল ভেজানো পানি পান করলে গর্ভে বাচ্চা ধারণ করা যায়। ঈসা নবী যখন তার মা বিবি মরিয়ম এর গর্ভে এসেছিলেন তখন মরিয়ম ফুলের বিশেষ ভূমিকা ছিল বলে অনেকের ধারণা। মরিয়ম ফুল যে সরাসরি গর্ভধারণে সহায়তা করে এর কোন বিজ্ঞানসম্মত প্রমাণ পাওয়া যায়নি। তবে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন মরিয়ম ফুলে প্রজনন ক্ষমতা বাড়ানোর বিশেষ কিছু উপাদান রয়েছে।

হজম শক্তি উন্নত করে:
হজম শক্তি উন্নত করে এরকম বিভিন্ন হারবাল ওষুধে মরিয়ম ফুল ব্যবহার করা হয় বলে অনেকের ধারণা। আবার অনেকে মরিয়ম ফুলের পানি পান করলে হজম শক্তি বৃদ্ধি পায় বলে এই পানি পান করে থাকে। এই ফুলে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে যা হজম শক্তি বাড়ায় এবং পেটের সমস্যা যেমন গ্যাস, কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধানে সাহায্য করে।

ত্বক ও চুলের জন্য উপকারী:
আমাদের ত্বক ও চুলের জন্য এই ফুলের নির্যাস বিশেষ উপকার করে থাকে।এই ফুল সারারাত পানিতে ভিজিয়ে রেখে সেই পানি শরীরে ত্বকে এবং চুলে ব্যবহার করলে চুল ঘন ও ত্বক মসৃণ হয়।

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে:
ইতিমধ্যে আমরা জেনেছি মরিয়ম ফুলে প্রচুর পরিমাণে এন্টিঅক্সিডেন্ট থাকে যা মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক। মরিয়ম ফুল ভেজানো পানি নিয়মিত পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

মরিয়ম ফুল কত বছর পর ফুটে:

মরিয়ম ফুল বছরে কতবার ফোটে তা নির্দিষ্ট করে বলা যায় না। তবে এটি একটি বর্ষজীবী উদ্ভিদ। এই গাছটির ফুল সাদা রঙের খুব ছোট ছোট এবং পুরো গাছকে ফুলের মত দেখা যায়। মরুভূমিতে অত্যন্ত উত্তাপে এই গাছ শুকনো ও নির্জীব হয়ে থাকে বছরের পর বছর। ঠিক একটু বৃষ্টির পরশ পেলেই এই গাছ পুনর্জীবিত হয় এবং এই গাছে ফুল ফোটে।
তার জন্য এক বছর ও লাগতে পারে অথবা সাত বছর। মরিয়ম ফুল একটি দুষ্প্রাপ্য ফুল। পৃথিবীর সব জায়গায় এই ফুল পাওয়া যায় না। বিশেষ করে মরু অঞ্চলে মধ্যপ্রাচ্যে সাহারা মরুভূমিতে এই ফুল দেখা যায়। সৌদি আরবে অরিজিনাল মরিয়ম ফুল পাওয়া যায়।আর তাই বিভিন্ন দেশ থেকে হজ যাত্রীরা এই ফুল সৌদি আরব থেকে সংগ্রহ করে থাকেন।

মরিয়ম ফুল খেলে কি বাচ্চা হয় :

প্রিয় পাঠক, আপনাদের মধ্যে অনেকে আছেন যারা জানতে চান মরিয়ম ফুল খেলে কি বাচ্চা হয় এবং কিভাবে খেতে হয় সে সম্পর্কে। কিছু কিছু হাদিসে পাওয়া যায় ঈসা নবীর মা বিবি মরিয়ম ঈসা নবীকে গর্ভধারণ করার পেছনে এই কুদরতি ফুলটির বিশেষ ভূমিকা ছিল।তাই প্রাচীনকাল থেকেই মানুষের ধারণা মরিয়ম ফুল গর্ভধারণে সাহায্য করে। 
মরিয়ম ফুল খেলে কি বাচ্চা হয়
এবং গর্ভবতী নারীর ডেলিভারি তথা প্রসবের সময় এই ফুলটিকে ডেলিভারি রুমে একটি পাত্রে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলে নাকি নরমাল ডেলিভারি হয় এবং খুব সহজেই বাচ্চা প্রসব করা যায়। তবে এটিকে অনেকে ভ্রান্ত ধারণা বা কুসংস্কার বলে থাকেন। এখন পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে এর সত্যতা প্রমাণ করতে পারেন নি। 

তবে মরিয়ম ফুলে বিশেষ কিছু উপাদান রয়েছে যা প্রজনন ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে বলে ধারণা করা হয়। বাচ্চা আল্লাহ তাআলার একটি গুরুত্বপূর্ণ নিয়ামত। গর্ভধারণ সাধারণত স্বামী-স্ত্রীর প্রযোজন ক্ষমতা এবং শারীরিক ও মানসিক সুস্থতা উপর নির্ভর করে। আপনি যদি মন থেকে বিশ্বাস করেন এবং গর্ভধারণের জন্য মরিয়ম ফুল খেতে চান তাহলে এটি খাওয়ার নিয়ম সম্পর্কে ভালোভাবে জেনে তারপরে খেতে পারেন।

বিভিন্ন জায়গায় এই ফুলের পানির নির্যাস পান করার বিভিন্ন নিয়ম সম্পর্কে জানা যায়। নরমাল পানি অথবা হালকা কুসুম গরম পানিতে এই ফুল অনেকক্ষণ ভিজিয়ে রেখে এই ফুলের নির্যাস পানিতে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং এই পানি পান করুন।

অনেকে আবার বলে থাকেন তাহাজ্জুদ নামাজের পর এই পানি পান করলে আল্লাহর অশেষ রহমতে গর্ভধারণ করা সম্ভব হয়। আশা করি, উপরোক্ত আলোচনা থেকে এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন মরিয়ম ফুল খেলে কি বাচ্চা হয় সে সম্পর্কে বিস্তারিত।

মরিয়ম ফুল খাওয়ার নিয়ম :

যেকোনো ঔষধ অথবা ভেষজ উদ্ভিদ থেকে এর পরিপূর্ণ উপকারিতা পেতে হলে খাওয়ার সঠিক নিয়ম মেনে খাওয়া বেশ জরুরি। বিশেষ করে গর্ভকালীন সময়ে নরমাল ডেলিভারির জন্য মরিয়ম ফুলের পানি পান করার প্রচলন প্রাচীনকাল থেকেই চলে আসছে।
মরিয়ম ফুল বিভিন্ন উপায়ে খাওয়া যেতে পারে তার মধ্যে মরিয়ম ফুলের চা অথবা এর ফুলের নির্যাস ও পাতা খাওয়ার পদ্ধতি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। মরিয়ম ফুল কি কি উপায়ে খাওয়া যায় তা নিচে আলোচনা করা হলোঃ

মরিয়ম ফুলের চা খাওয়ার নিয়ম:
প্রিয় পাঠক, আপনারা যারা মরিয়ম ফুল খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে চান এবং এই ফুল খেতে চান। তাদের জন্য অত্যন্ত একটি ভালো উপায় হলো মরিয়ম ফুলের চা বানিয়ে খাওয়া। এই ফুলের চা বানানো একটি অত্যন্ত সহজ পদ্ধতি। 

একটি ফুল ভালোভাবে ধুয়ে নিন এবং এক কাপ গরম পানিতে ৫-১০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ভালোভাবে ছেঁকে নিয়ে চা হিসেবে পান করুন ।এটি সকালে বা রাতে যে কোন সময় খেলে আপনার শরীরের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং হজম শক্তি বাড়ে।

মরিয়ম ফুলের নির্যাস খাওয়ার নিয়ম:
আপনারা অনেকেই জানেন মরিয়ম ফুল একটি অত্যন্ত শুকনো ফুল। এই ফুল পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে এর নির্যাস সরাসরি পান করা যায়। বিশেষ করে গর্ভবতী মহিলাদের প্রসবকালীন সময়ে মরিয়ম ফুল ভিজিয়ে রাখা পানি পান করে থাকেন। অনেকে মনে করেন মরিয়ম ফুল ভিজিয়ে রাখা পানি পান করলে নরমাল ডেলিভারি সহজ হয়। এবং প্রাচীনকাল থেকেই এই পন্থা বিশেষভাবে প্রচলিত।

মরিয়ম ফুলের পানি ও মধু মিশিয়ে খাওয়ার নিয়ম:
মরিয়ম ফুল ভিজিয়ে রাখা পানি ২ চামচ নিন তাতে ১ চামচ খাঁটি মধু মিশান এভাবে সকালে অথবা রাতে একবার পান করুন। আমরা জানি মধু একটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন খাবার। অনেকের ধারণা মধুর সাথে মরিয়ম ফুল ভিজিয়ে রাখা পানি পান করলে এর কার্যকারিতা বৃদ্ধি পায়।

মরিয়ম ফুলের গুড়া খাওয়ার নিয়ম:
অনেকেই মরিয়ম ফুল গুঁড়ো করে এক চিমটি মরিয়ম ফুলের গুঁড়ো এক ক্লাস গরম পানি অথবা দুধে মিশিয়ে খেয়ে থাকেন। তবে এটি খাওয়ার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন

উপরোক্ত আলোচনায় নিশ্চয়ই আপনারা মরিয়ম ফুল নিয়ম সম্পর্কে বিস্তারিত ধারণা  পেয়েছেন। এবার আসুন মরিয়ম ফুলের ইতিহাস সম্পর্কে আলোচনা করা যাক। 

মরিয়ম ফুলের ইতিহাস :

বিশেষ করে মরু অঞ্চলে যেমন মধ্যপ্রাচ্য ও সাহারার বিস্তীর্ণ মরুভূমিতে মরিয়ম ফুল বছরের পর বছর মাটি আঁকড়ে পড়ে থাকে। মরুভূমিতে অত্যন্ত গরমে এই গাছ শুকনো ও নির্জীব পাথরের মতো হয়ে পড়ে। একটু খানি বৃষ্টির পরশ পেলে তারা জীবন ফিরে পায় এবং বংশবিস্তার ঘটায়।

এই ফুলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, দস্তা, ম্যাগনেসিয়াম ও লোহা রয়েছে যা পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে। এটি নিঃসন্দেহে একটি ঔষধি গাছ যা বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত হয়। হযরত ঈসা (আঃ) এর মায়ের নাম বিবি মরিয়ম অনুসারে "মরিয়ম ফুল" এর নাম এসেছে। 
এবং মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ) এর কন্যা ফাতিমার নাম অনুসারে "হ্যান্ড অফ ফাতিমা" বা 'ফাতিমার হাত' নামেও পরিচিত। এই ফুলটির বিশেষ বৈশিষ্ট্য অনুসারে একে "পুনরুত্থান উদ্ভিদ" ও বলা হয়। কেননা অত্যন্ত শুকনো ও মরা মনে হলেও কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলেই এর পাপড়ি গুলো মেলতে শুরু করে এবং তরতাজা হয়ে ওঠে।

মরিয়ম ফুল কোথায় পাওয়া যায় :

মরিয়ম ফুল মরুভূমি অঞ্চলে অর্থাৎ মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চল গুলোতে জন্মে। বাংলাদেশে সহ বিভিন্ন দেশের অধিকাংশ হজযাত্রী এটি সৌদি আরব থেকে নিয়ে আসেন। বাংলাদেশে আপনি যদি মরিয়ম ফুল কিনতে চান তাহলে অনলাইন মার্কেটপ্লেস অথবা নির্দিষ্ট কিছু দোকানে এই ফুল পাওয়া যায়। 

অনলাইন শপিং প্ল্যাটফর্ম যেমন Daraz,B Bazar,Ajkerdeal এ আপনি অরিজিনাল মরিয়ম ফুল পেয়ে যাবেন। তাছাড়াও চট্টগ্রামের বেশ কিছু দোকানে মরিয়ম ফুল পাওয়া যায় বলে জানা যায়। অনলাইন শপিং এর ক্ষেত্রে মরিয়াম ফুল কেনার সময় অন্যান্য ক্রেতাদের রিভিউ দেখে তারপর কিনুন।

মরিয়ম ফুলের দাম কত :

মরিয়ম ফুলের উপকারিতা সম্পর্কে জেনে এবং মরিয়াম ফুল খাওয়ার নিয়ম সম্পর্কে জানার পর অনেকেই মরিয়ম ফুল কিনতে আগ্রহ প্রকাশ করে থাকেন। মরিয়মপুর কোথায় পাওয়া যায় এবং এর দাম সম্পর্কে অনেকেই জানার আগ্রহ প্রকাশ করে থাকেন। যেকোনো জিনিস কেনার পূর্বে তার দাম সম্পর্কে এবং সেই পণ্যটি সম্পর্কে অবশ্যই পূর্ণ ধারণা থাকা উচিত।

অনলাইন অথবা অফলাইন যেখান থেকে আপনি মারিয়ম ফুল কিনতে চান না কেন অরিজিনাল প্রোডাক্ট দেখে দাম যাচাই করে তারপরে কিনুন। বিশেষ করে সৌদি আরবের অরিজিনাল মরিয়ম ফুল সাইজ অনুযায়ী এর দাম নির্ধারণ করা হয়। বাংলাদেশে ৩৯৯ টাকায় অরিজিনাল সৌদি আরবের মিডিয়ামএকটি মারিয়াম ফুল শর্তাবলী অনুযায়ী বিক্রয় হয়ে থাকে।

তাছাড়া বিভিন্ন অনলাইন ওয়েবসাইটে সৌদি আরবের অরিজিনাল মরিয়ম ফুল মিডিয়াম সাইজ ও প্রিমিয়াম সাইজ সাধারণত ৮৯০ টাকা থেকে ১৩৯০ টাকায় বিক্রি হয়ে থাকে। তাই আপনি যদি মরিয়ম ফুল কিনতে চান তাহলে অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট দেখে দাম যাচাই করে কিনতে হবে।

লেখক এর মন্তব্য :মরিয়ম ফুল খেলে কি বাচ্চা হয়

প্রিয় পাঠক, এতক্ষণে নিশ্চয়ই আপনারা পুরো আর্টিকেলটি পড়ে মরিয়ম ফুল সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পেরেছেন। মনোযোগ সহকারে পুরো আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই আর্টিকেলের মূল আলোচ্য বিষয় ছিল মরিয়ম ফুল খেলে কি বাচ্চা হয় এবং মরিয়ম ফুল খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত।

যা উপরোক্ত আলোচনায় আমরা আপনাদের অবগত করানোর চেষ্টা করেছি।তাছাড়া মরিয়ম ফুলের উপকারিতা, মরিয়ম ফুলের ইতিহাস, মরিয়ম ফুল কোথায় পাওয়া যায় এবং মরিয়ম ফুলের দাম সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে হাতে শেয়ার করে তাদেরও করার সুযোগ করে দিন।

এরকম বিভিন্ন বিষয়ে তথ্য পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইলো। তাছাড়া আর্টিকেল সম্পর্কে যদি আপনার কোন বিশেষ মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url