IELTS পরীক্ষার নিয়ম এবং এই পরীক্ষা কখন হয় জেনে নিন
প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম । আশা করি, আপনারা সবাই ভাল আছেন। আজকে আমাদের এই আর্টিকেলে IELTS সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি। IELTS পরীক্ষার নিয়ম এবং IELTS পরীক্ষা কখন হয় সেই সম্পর্কে জানতে পুরো আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।
পুরো আর্টিকেলটি পড়লে আপনারা IELTS এর সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন। আর্টিকেলের মূল আলোচনার বিষয় IELTS পরীক্ষার নিয়ম এবং IELTS পরীক্ষা কখন হয় এ সকল তথ্য ছাড়াও IELTS বলতে কি বুঝায়,IELTS এর পূর্ণরূপ,IELTS এর জন্য কি কি যোগ্যতা লাগে,IELTS এর খরচ কত,IELTS রেজিস্ট্রেশন করতে কি কি লাগে ,IELTS কি কি কাজে লাগে ,IELTS মক টেস্ট কি,IELTS পরীক্ষা কতবার দেওয়া যায় , IELTS কত মার্কের পরীক্ষা, IELT কোর্স কতদিনের ইত্যাদি সকল বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন আর্টিকেলের মূল আলোচনায় যাওয়া যাক।
IELTS বলতে কি বুঝায়:
একটা কথা বলা হয়ে থাকে যদি বিদেশ যেতে চান IELTS শিখে যান। কোথায় IELTS লাগেনা, উন্নত যেসব দেশ ইংরেজি ভাষাভাষী সেই সব দেশে তৃতীয় বিশ্ব থেকে বা অন্য যেকোন দেশ থেকে নাগরিক সুবিধা বা যেকোনো সরকারি বা বেসরকারি কাজে গমন করার জন্য IELTS অত্যন্ত জরুরী। ইংরেজি ভাষাভাষী দেশ বলতে আমরা সাধারণত আমেরিকা ,অস্ট্রেলিয়া , কানাডা , নিউজিল্যান্ড এইসব দেশকেই বুঝি ।
তো আপনি যদি এইসব দেশে উচ্চ শিক্ষার জন্য অথবা কর্মক্ষেত্রে যেতে চান তাহলে অবশ্যই IELTS করে যাবেন। তার আগে আপনার IELTS পরীক্ষার নিয়ম সম্পর্কে জেনে নেওয়াটা অত্যন্ত জরুরি। ইংরেজি যেমন একটি আন্তর্জাতিক মানের ভাষা এই আন্তর্জাতিক ভাষায় কার কতখানি দক্ষতা যোগ্যতা আছে এটা যাচাই করার জন্যই মূলত IELTS। চারটি বিষয়ের উপর দক্ষতা যাচাই করা হয় যেমন,
- শোনার দক্ষতা(Listening)
- পাঠ বুঝার দক্ষতা(Reading)
- লেখার দক্ষতা(writing)
- কথা বলার দক্ষতা(speaking)
IELTS এর পূর্ণ রুপ কি:
প্রিয় পাঠক, আপনারা অনেকেই IELTS এর পূর্ণরূপ সম্পর্কে জানতে চান। IELTS(International English Language Testing System)।এটি ইংরেজি ভাষার দক্ষতা ও যোগ্যতা যাচাইয়ের আন্তর্জাতিক একটি স্বীকৃত পদ্ধতি। মূলত যাদের মাতৃভাষা ইংরেজি নয় তারা এই পরীক্ষা দিয়ে থাকেন। IELTS পরীক্ষার নিয়ম এবং IELTS পরীক্ষা কখন হয় সে সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন।
IELTS করতে কি কি যোগ্যতা লাগে:
IELTS করার জন্য একজন ব্যক্তির কি কি যোগ্যতা লাগে তা আমরা নিচে ধারাবাহিকভাবে আলোচনায় তুলে ধরছি। যাতে আপনাদের সবকিছু বোধগম্য হয় এবং সহজে সিদ্ধান্ত নিতে পারেন। একটা কথা মনে রাখবেন IELTS তখনই প্রয়োজন হয় যদি আপনি বিদেশি লেখাপড়া করতে চান অথবা অভিবাসনের কারণে বিদেশে যান। আর দেরি না করে আসুন জেনে নিই IELTS করতে কি কি যোগ্যতা লাগে সে সম্পর্কে বিস্তারিত।
বয়সঃ
১৬ বছর বয়স বা তার উপরে হলেই IELTS পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।কিছু ক্ষেত্রে শিক্ষার্থীরা যদি বিদেশে লেখাপড়া শিখার জন্য যায় সে ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য তার মানে ১৪ বা ১৫ বছর বয়স হলেও তারা এলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।
শিক্ষাগত যোগ্যতাঃ
IELTS করার জন্য সবচেয়ে মজার কথা হচ্ছে নির্দিষ্ট কোন শিক্ষাগত সার্টিফিকেট বা সনদ প্রয়োজন নেই। তবে যেহেতু IELTS কারীরা সনদ পাবে তাই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলে ভালো হয়। যেমন মাধ্যমিক বা সমমান এর পরীক্ষায় উত্তীর্ণ ইংরেজি জ্ঞানের প্রয়োজন হয় ।
পাসপোর্ট ভিসা প্রসেসিংঃ
বিদেশ যাওয়ার ক্ষেত্রে এবং IELTS আবেদনের ক্ষেত্রে পাসপোর্ট একটি অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ । এই পরীক্ষার ক্ষেত্রে মূলত পাসপোর্ট আইডি ডকুমেন্ট হিসেবে ব্যবহার হয়ে থাকে।ভিসা প্রসেসিং IELTS ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে যাওয়া এবং সেই দেশের ভিসা প্রসেসিং করা অত্যাবশ্যকীয় এর ব্যতিক্রম হলে আপনি IELTS করার সুযোগ পাবেন না তবে যদি আপনি আই এল টি এস অনলাইনে করতে চান সেই ক্ষেত্রে আপনার ভিসা পাসপোর্ট শিথিল যোগ্য হতে পারে। তবে সেটা অবশ্যই সংশ্লিষ্ট দেশের উপর নির্ভর করবে।
IELTS রেজিস্ট্রেশন করতে কি কি লাগে:
IELTS রেজিস্ট্রেশন করতে কি কি লাগে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আপনারা অনেকেই জানতে চান। IELTS পরীক্ষার নিয়ম যেমন রয়েছে তেমনি এর রেজিস্ট্রেশন করতে ও বিশেষ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট লাগে।যেমন পাসপোর্ট বা জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট সাইজের রঙিন ফটোগ্রাফ, ইমেল আইডি ও ফোন নম্বর, পেমেন্ট করার উপায় (ক্রেডিট ডেবিট কার্ড) মোবাইল ব্যাংকিং নং বা ব্যাংক ডিপোজিট নং ইত্যাদি । রেজিস্ট্রেশন প্রক্রিয়া সাধারণত দুই ধরনের হয়ে থাকে তা নিচে আলোচনা করা হলোঃ
ক)অনলাইনঃ
সাধারণত ঢাকা,চট্টগ্রাম এবং সিলেট এই তিন জেলায় আপনি অন পেপারে পরীক্ষা দিতে পারবেন। তাছাড়া আরও বিস্তারিত জানার জন্য আপনাকে ব্রিটিশ কাউন্সিল(www.britishcouncil.org.bd) আইডিপি (www.idp.com/bangladesh)অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। প্রথমত আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। পাসপোর্ট এবং জাতীয় আইডির বিবরণ ও ফটো আপলোড করুন । তারপর পরীক্ষার ফি প্রদান করতে হবে। এর পরে আপনি কনফার্মেশন ইমেইল পাবেন এখানে আপনি পরীক্ষার তারিখ ও ভেনু সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন।
খ) অফলাইন:
ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি অফিসে (ঢাকা,চট্টগ্রাম, সিলেট ,রাজশাহী, খুলনা ,বরিশাল এবং কুমিল্লা) ফরম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিন। কাউন্টারে পেমেন্ট সম্পন্ন করুন, টাকা প্রদান করার বিভিন্ন অপশন থাকতে পারে(নগদ কার্ড ব্যাংক ড্রাফট) রিসিভ বা কনফার্মেশন লেটার পেয়ে যাবেন।IELTS Academic/General training এর ক্ষেত্রে ২৬৫০০/-টাকা ও UKVI IELTS সাধারণত যুক্তরাজ্যের ভিসার জন্য ৩০০০০/- টাকা লাগতে পারে।
IELTS পরীক্ষার নিয়ম:
IELTS এর দুটি মেইন টাইপ আছে, একাডেমিক IELTS যারা বিদেশে লেখাপড়া করতে চান। জেনারেল ট্রেনিং IELTS যারা কাজ বা অভিবাসন প্রত্যাশী হয়ে বিদেশে যেতে চান। আপনারা অনেকেই IELTS পরীক্ষার নিয়ম এবং সময় সম্পর্কে জানতে চান, তাদের অবগতির জন্য জানাচ্ছি এই পরীক্ষা চারটি প্রধান অংশে বিভক্ত
Listening: শোনার অংশ সময় ৩০ মিনিট ১০ মিনিট উত্তর লেখার জন্য।শোনার অংশ আর ৪টি যেমন, সাধারণ কথোপকথন একাডেমিক আলোচনা ইত্যাদি।শোনার এই অংশে মোট প্রশ্ন থাকবে ৪০টি
Reading: রিডিং এই অংশে সময় ৬০ মিনিট মোট প্রশ্ন ৪০টি ।
Writing: রাইটিং এই অংশে সময় থাকে ৬০ মিনিট ।দুইটি টাস্কে কাজ করতে হয় এক নম্বর টাস্কে কাজ থাকে গ্রাফ চার্ট বা চিঠি লেখার কাজ দুই নম্বর টাস্কে কাজ থাকে একটি রচনা বা প্রবন্ধ লেখার কাজ।
Speaking: স্পিকিং এই অংশে সময় থাকে ১১ থেকে ১৪ মিনিট । IELTS পরীক্ষার এই অংশে নিম্নের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়।
- ইনট্রোডাকশন ও ইন্টারভিউ(নিজেকে পরিচয় করানো)
- কিউ কার্ড ডিসকাশন(একটি টপিকের উপর এক থেকে দুই মিনিট কথা বলা)
- ডিসকাশন (কিউ কার্ডএর উপর ভিত্তি করে আলোচনা)
আপনাদের অবগতির জন্য জানানো হলো যে, আগে IELTS পরীক্ষায় বাধ্যতামূলকভাবে লিসেনিং ও রিডিং পরীক্ষায় পেন্সিল ব্যবহার করা হতো এবং রাইটিং অংশে পেন্সিল বা কলম যে কোন একটি ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে লিসেনিং , রিডিং এবং রাইটিং অংশে কলম ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
IELTS পরীক্ষার নিয়ম এই অংশে পাঠকের সুবিধার্থে আমরা আরো কিছু বিষয় আলোচনা করছি যেমন, পরীক্ষার কেন্দ্র IELTS এপ্রুভড পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে । আইডি প্রুফ (পাসপোর্ট সহ অন্যান্য কাগজপত্র অবশ্যই আনতে হবে )ব্যালেন্স টাইম(প্রতিটি নির্ধারিত সময়ের মধ্য অবশ্যই পরীক্ষা শেষ করতে হবে ।ব্যান্ড স্কোর ( ০ থেকে ৯ পর্যন্ত ব্যান্ড স্কোর দেওয়া হয়। পরীক্ষা কেন্দ্রেমোবাইল ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ ।
IELTS কত মার্কের পরীক্ষা:
IELTS পরীক্ষার কোন নির্দিষ্ট পূর্ণমান বা মোট মার্ক নেই বরং এটি ব্যান্ড স্কোর সিস্টেমের মাধ্যমে মূল্যায়ন করা হর। ব্যান্ডস্কোর সিস্টেম কি? সে বিষয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব, IELTS এ প্রতিটি স্কিল ( লিসেনিং , রিডিং , রাইটিং , স্পিকিং) এর জন্য শূন্য থেকে নয় পর্যন্ত ব্যান্ড স্কোর দেওয়া হয়। প্রতিটি স্কিল এর জন্য আলাদা আলাদা ব্যান্ড স্কোর দেওয়া হয়। চারটি স্কোর গড় করে একটি গ্র্যান্ড ব্যান্ড স্কোর বের করা হয়। ব্যান্ড স্কোরের হিসাবটা নিচে আরও সুন্দর ভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে।
- ৯= Expert user= সম্পূর্ণ দক্ষ ব্যবহারকারী
- ৮=Very good user= খুব ভালো মাঝে মাঝে সামান্য ভুল
- ৭=Good user= ভালো দক্ষতা, কিছু ভুল থাকতে পারে
- ৬=Competent user= মোটামুটি ভালোভাবে ব্যবহার করতে পারেন।
- ৫= Modest user= মৌলিক দক্ষতা আছে।
- ৪=Limited user= সীমিতভাবে ব্যবহার করতে পারেন।
- ৩= Extremely limited= খুব সীমিত দক্ষতা।
- ২=Intermittent user= খুব সামান্য বুঝতে পারেন।
- ১=Non user= শুধুমাত্র কয়েকটি শব্দ বুঝেন।
- ০=Did not attempt= পরীক্ষায় অংশ নেননি।
উদাহরণঃ
- Listening=7,5
- Reading=7.0
- Writing=6.5
- peaking=7.0
তার মানে আপনার ওভার অল ব্যন্ড বা গ্রান্ড স্কোর=(৭.৫+৭.0+৬.৫=৭.0)/৪=৭.0। আশা করি,IELTS কত মার্কের পরীক্ষা সে সম্পর্কে আপনার অবগত হতে পেরেছেন। তাছাড়া আপনি যদি আর্টিকেলের উপরের অংশ মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে IELTS পরীক্ষার নিয়ম সম্পর্কেও অবগত হতে পেরেছেন।
IELTS এর খরচ কত:
আইএএলটিএস পরীক্ষার খরচ বা রেজিস্ট্রেশন খরচ দেশ ভেদে আলাদা হতে পারে।২০২৫ সালে বাংলাদেশের ক্ষেত্রে ২৪ ০০০/থেকে ২৫০০০/ টাকা। পরীক্ষার ধরন অনুযায়ী এর খরচ ভিন্ন রকম হতে পারে। ধরুন আপনি যদি বিদেশে পড়াশোনার উদ্দেশে যাওয়ার জন্য IELTS পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে খরচ পড়বে ২২,৫০০ টাকা।
আর IELTS জেনারেল ট্রেনিং চাকুরীর প্রশিক্ষণ, অভিবাসনের উদ্দেশ্যে গেলে এই রকমই খরচ পড়বে। তাছাড়া যুক্তরাজ্যে ভিসার জন্য IELTS for UKVI দরকার হয় সেই ক্ষেত্রে ২৩,৭৫০ টাকা লেগে থাকে। যুক্তরাজ্যে IELTS Life Skills এর জন্য খরচ পড়ে ১৮,৫০০ টাকা
IELTS কি কি কাজে লাগে:
IELTS (International English Language Testing System) বিশ্বব্যাপী স্বীকৃত একটি ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার ব্যবস্থা। এই পরীক্ষা সাধারণত সেই সব মানুষদের জন্য যারা ইংরেজিভাষী দেশগুলোতে উচ্চশিক্ষা , চাকুরীর জন্য এবং স্থায়ীভাবে বসবাসের জন্য যেয়ে থাকেন। পড়াশুনার ক্ষেত্রে ইংরেজি ভাষী দেশগুলো যেমন ইউএস এ, কানাডা, নিউজিল্যান্ড , যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ায় বিশ্ববিদ্যালয় ভর্তি তথা উচ্চ শিক্ষার ক্ষেত্রে আই এল টি এস বাধ্যতামূলক।
বিশেষ করে চাকুরীর ক্ষেত্রে যেমন ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, নার্স, আইটি এক্সপার্ট দিতে IELTS এর বিশেষ কার্যকারিতা রয়েছে। তাছাড়া বিভিন্ন দেশে যেমন অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য এ সকল দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য IELTS কাজে লাগে।
IELTS পরীক্ষা কতবার দেওয়া যায়:
IELTS পরীক্ষা আপনারা অনেকেই জানতে চান IELTS পরীক্ষা কতবার দেওয়া যায় ,আসলে IELTS পরীক্ষা দেওয়ার কোনো সময়সীমা,বা সীমারেখা নেই আপনি যতবার ইচ্ছা ততবার দিতে পারেন। একবার পরীক্ষা দিয়ে যদি আপনি কাঙ্ক্ষিত স্কোর অর্জন করতে না পারেন পরবর্তীতে আবারও রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে পারবেন।
পরীক্ষা বিরতির কোন নির্দিষ্ট সময় নেই। স্লট খালি থাকার ভিত্তিতে আপনি এক মাসে একাধিকবার ও পরীক্ষা দিতে পারেন। সে ক্ষেত্রে আগের কোন স্কোর বাতিল হয় না এবং শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় আবেদনের ক্ষেত্রে আপনি আপনার সবচেয়ে ভালো স্কোরটি পাঠাতে পারবেন।
IELTS মক টেস্ট কি:
IELTS মক টেস্ট বলতে সাধারণত পরীক্ষার্থীর প্রস্তুতির অবস্থা যাচাই করা বুঝায়। যাতে করে পরীক্ষার্থী পরীক্ষার ধরন বুঝতে পারে, সময়ের মধ্যে কাজ করার অভ্যাস তৈরি করতে পারে, আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারে এবং নিজের দুর্বলতা চিহ্নিত করে তা সমাধান করতে পারে।
IELTS মক টেস্ট একটি অনুশীলনী পরীক্ষা যা IELTS পরীক্ষার মতোই তৈরি করা হয়। অনলাইনে আপনি বিভিন্ন ওয়েবসাইটে এই মক টেস্টগুলো পেয়ে যাবেন। যেমন , (IDP,IELTS Liz, British Council, IELTS, Simon) ইত্যাদি। এছাড়াও আপনি IELTS কোচিং সেন্টার ইউটিউব অথবা বিভিন্ন অ্যাপে এই মক টেস্ট গুলো পেয়ে যাবেন। আশা করি,IELTS মক টেস্ট কি সে সম্পর্কে আপনারা জানতে পেরেছেন এবার আসুন IELTS পরীক্ষা কখন হয় সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
IELTS পরীক্ষা কখন হয়:
IELTS পরীক্ষা বছরে বিভিন্ন সময়ে বহুবার অনুষ্ঠিত হয় ।সারা বছরে প্রায় ৪৮ বারের মত পরীক্ষা নেওয়া হয় অর্থাৎ প্রতি মাসে ৪ বার হতে পারে। যা আপনাকে সংশ্লিষ্ট অফিস বা ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে।
IELTS কোর্স কতদিনের:
সাধারণত এই ধরনের কোর্স পরীক্ষার্থীর যোগ্যতা ও দক্ষতা অনুসারে নির্ধারিত হয়। সাধারণত ১ থেকে ৩ মাসের মধ্যে আই এল টি এস কোর্স সম্পন্ন হয়ে থাকে।তবে চার সপ্তাহ হলেই যথেষ্ট হয়।, এটা নির্ভর করে আপনার বর্তমান ইংরেজি দক্ষতা, আপনার প্রস্তুতি এবং প্রয়োজনের ভিত্তিতে। সাধারণত এই পরীক্ষা তিনটি কোর্সের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে যা নিচে আলোচনা করা হলোঃ
শর্ট কোর্স:
এই কোর্স সাধারণত ৪ সপ্তাহ অর্থাৎ ১ মাসের হয়ে থাকে আপনারা যারা ইংরেজিতে ভালো শুধুমাত্র প্র্যাকটিস দরকার তাদের জন্য এই কোর্স নির্ধারণ করা হয়। দৈনিক দেড় থেকে দুই ঘন্টা করে ক্লাস করতে পারেন।
মিডিয়াম কোর্স:
এই কোর্স সাধারণত ৮ সপ্তাহ বা ২ মাসের জন্য হয়ে থাকে। বিশেষ করে যারা স্পিকিং , রাইটিং , গ্রামার এবং ভোকাবুলারি এই চারটি বিষয়ের উপরে ভালো স্কিল নিতে চান তাদের জন্য এই কোর্সটি।
ফুল কোর্স:
যারা ইংরেজিতে একেবারেই দুর্বল এবং একদম শুরু থেকে এই বিষয়ে কোর্স করতে চাচ্ছেন তাদের ধাপে ধাপে লিসেনিং, স্পিকিং, রাইটিং, রিডিং এই চারটি বিষয়ে স্কিল শেখানো হয়। আশা করি,IELTS কোর্স কতদিনের সে সম্পর্কে আপনারা জানতে পেরেছেন।
লেখক এর মন্তব্য: IELTS পরীক্ষার নিয়ম এবং IELTS পরীক্ষা কখন হয়
প্রিয় পাঠক, এতক্ষণে পুরো আর্টিকেলটি পড়ে আপনারা নিশ্চয়ই IELTS এর সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পেরেছেন। আমাদের আর্টিকেলের মূল বিষয় ছিল IELTS পরীক্ষার নিয়ম এবং IELTS পরীক্ষা কখন হয় সে সম্পর্কে বিস্তারিত। আপনার মূল্যবান সময় দিয়ে পুরো আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদের ও পড়ার সুযোগ করে দিন। আর্টিকেলটি সম্পর্কে যদি আপনাদের বিশেষ কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম আরও বিভিন্ন বিষয়ে তথ্য পেতে নিয়মিত আর আর ডাইরি এই ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url