রোলাক ট্যাবলেট এর কাজ ,খাওয়ার নিয়ম এবং পাশ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানুন
প্রিয় পাঠক, রোলাক ট্যাবলেট এর কাজ কি সে সম্পর্কে জানতে আপনারা অনেকে গুগলে সার্চ করে থাকেন। আমাদের আজকের এই আর্টিকেলে আমরা রোলাক ১০ মি.গ্রা. ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব। রোলাক ট্যাবলেট খাওয়ার নিয়ম, দাম, পার্শ্বপ্রতিক্রিয়া এ সকল বিষয়ে আলোচনা করব।
তাছাড়া পুরো আর্টিকেলটি পড়লে রোলাক ট্যাবলেট এর কাজ সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। তাছাড়া রোলাক ১০ কিসের ওষুধ, রোলাক ট্যাবলেট খাওয়ার নিয়ম, রোলাক ১০ এর দাম কত, রোলাক ইনজেকশন এর দাম কত, রোলাক ১০ মি.গ্রা. ব্যবহারে সতর্কতা, রোলাক ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন।রোলাক ১০ কিসের ওষুধ :
রোলাক ১০ একটি শক্তিশালী ব্যথানাশক ওষুধ। যা আমাদের শরীরের মাঝারি থেকে তীব্র ব্যাথা উপশমে ব্যবহৃত হয়। এর বাণিজ্যিক নাম রোলাক। জেনেরিক নাম কিটোরোলাক ট্রোমেথামিন। NSAID (Non-Steroidal Anti- Inflammatory Drugs) গ্রুপের অন্তর্ভুক্ত একটি ওষুধ।
বিশেষ করে অস্ত্রোপচারের পর তীব্র ব্যথায় রোলাক ১০ ব্যবহার করা হয়। দাঁতের ব্যথা অথবা দাঁতে অস্ত্রোপচারের পর এটি ব্যবহৃত হয়। ছানি অস্ত্রোপচারের পর বা চোখের অস্ত্রোপচারে প্রদাহনাশক হিসেবে ব্যবহৃত হয়।
রোলাক ট্যাবলেট খাওয়ার নিয়ম :
যেকোন ঔষধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তাই রোলাক ১০ ট্যাবলেট সেবনের পূর্বেও অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রোলাক ট্যাবলেট এর কাজ এবং রোলাক ট্যাবলেট খাওয়ার নিয়ম ভালোভাবে না জেনে সেবন করা উচিত নয়। সাধারণত এই ঔষধ এক সপ্তাহের বেশি নেওয়ার পরামর্শ দেন না চিকিৎসকরা।
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ রোলাক ৪০ মিগ্রা নেওয়া যেতে পারে। অর্থাৎ রোলাক ১০ মিগ্রা ট্যাবলেট ৬ ঘন্টা পর পর খাওয়া যেতে পারে। এই ওষুধটি ভরা পেটে সেবন করা উত্তম। খালি পেটে এ ওষুধ না খাওয়াই ভালো। এই ওষুধ সাধারণত দীর্ঘমেয়াদী সেবনের জন্য অনুমোদন করা হয় না।
রোলাক ১০ এর দাম কত :
রোলাক ১০ মিগ্রা (কিটোরোলাক ট্রোমেথামিন) রেনেটা কোম্পানির ঔষধ। এই ওষুধের প্রতি পিছের দাম ১২ টাকা। আর এক পাতায় ১৪ টি ওষুধ থাকে। এক পাতা ওষুধের দাম ১২×১৪=১৬৮.০০ টাকা। আর একটি বক্সে ৪ পাতা ওষুধ থাকে। এক বক্সে ওষুধের দাম পড়ে ৬৭২.০০ টাকা। তবে এই ওষুধের দাম স্থান ভেদে কিছুটা তারতম্য হতে পারে।
রোলাক ট্যাবলেট এর কাজ কি :
রোলাক ট্যাবলেট এর কাজ সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন। রোলাক (Rolac 10 mg) এমন একটি ট্যাবলেট যা শরীরের ব্যথা বা প্রদাহ অতি সহজে দূর করতে সক্ষম। এটি মূলত ব্যথানাশক একটি ঔষধ।এই ওষুধটি প্রধানত অস্ত্রোপচারের পর তীব্র ব্যথা দ্রুত উপশমে ব্যবহৃত হয়ে থাকে। ঔষধটি সেবনের পর ৪-৬ ঘন্টা ব্যাথা থেকে উপশম দিয়ে থাকে।
বিশেষ করে চোখের ছানি অস্ত্রোপচরের পর অথবা চোখের অপারেশনের পর ব্যথা ও যন্ত্রণা দূর করতে এটি খুব ভালো কাজ করে। তাছাড়া তীব্র মাইগ্রেনের ব্যাথায় রোলাক বেশ কার্যকর। মাথা ব্যথা,দাঁতের ব্যথা, ঘাড় ও পেশির ব্যথায় ও রোলাক ব্যবহার করা যেতে পারে।
তাছাড়া খুব জোরে হাড়ে আঘাত জনিত কারণে ব্যথা হলে এবং কিডনিতে পাথরের ব্যথা থেকে উপশম দিতে রোলাক ট্যাবলেট বেশ কার্যকর। রোলাক ট্যাবলেট এর উপকারিতা পেতে গেলে রোলাক ট্যাবলেট খাওয়ার নিয়ম ভালোভাবে জেনে খেতে হবে। তা না হলে এর পাশ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হতে পারে।
রোলাক ইনজেকশন এর দাম কত :
রোলাক ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশন এ সব ধরনেরই পাওয়া যায়। ইনজেকশনের মধ্যে তিন ধরনের মাত্রার ইনজেকশন রয়েছে এগুলোর নাম এবং দাম নিচে দেওয়া হলঃ
- রোলাক ১০ মি.গ্রা./মি.লি. ইনজেকশন : ৳ ৩২.৩১
- রোলাক ৩০ মি.গ্রা./মি.লি. ইনজেকশন :৳ ৫৫.২১
- রোলাক ৬০ মি.গ্রা./মি.লি. ইনজেকশন : ৳ ৯৫.৩৬
রোলাক ১০ মি.গ্রা. ব্যবহারে সতর্কতা :
রোলাক ১০ মিগ্রা ব্যবহারে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হয় নিচে আলোচনা করা হলোঃ
যাদের অ্যালার্জি বা অ্যাজমা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়।
- যেসব রোগীদের পাকস্থলী সমস্যা যেমন : গ্যাস্ট্রিক, আলসার, পাকস্থলীতে রক্তক্ষরণ ইত্যাদির ঝুঁকি রয়েছে তারা এই ওষুধ এড়িয়ে চলুন।
- গর্ভাবস্থায় এবং স্তন্যদান কালে এই ওষুধের ব্যবহার রোগীর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই এই ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
- বয়স্ক রোগী যেমন ৬৫ বছরের ঊর্ধ্বে রোগীদের জন্য এই ওষুধ ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে।
- ১৮ বছর বয়সের কম রোগীদের ক্ষেত্রে রোলাক ১০ মিগ্রা সেবন করার অনুমোদন দেয় না চিকিৎসকরা।
রোলাক ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া :
উপরের অংশে আমরা রোলাক ট্যাবলেট এর কাজ সম্পর্কে জেনছি। প্রত্যেকটা ওষুধের মত রোলাক ১০ এরও কিছু সাধারণ ও গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া বিদ্যমান। এই ওষুধ ওভার ডোজ গ্রহণ করলে বিশেষ করে নিম্নলিখিত পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিলক্ষিত হতে পারে।
- বমি বমি ভাব
- মাথাব্যথা
- ঘুম ঘুম ভাব
- অতিরিক্ত পিপাসা
- ক্রান্তিবোধ
- নিদ্রাহীনতা
- গ্যাস্ট্রিক বা পাকস্থলী জ্বালাপোড়া
- মুখে ঘা
- পেপটিক আলসার
- রক্তচাপ বেড়ে যাওয়া
- ত্বকে ফুসকুড়ি
- ফুসফুসে পানি জমা
- কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হওয়া
রোলাক ১০ মি.গ্রা. সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা (FAQ)
১. প্রশ্ন : রোলাক ১০ কিসের জন্য ব্যবহার হয়?
উত্তর : অস্ত্রোপচারের পর তীব্র ব্যথা উপশমে মূলত রোলাক ১০ ব্যবহৃত হয়। তাছাড়াও চোখের প্রদাহ, ফোলা ভাব, ছানি, চোখের অস্ত্রোপচারে ব্যথা নাশক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
২. প্রশ্ন : গর্ভাবস্থায় রোলাক ১০ ব্যবহার কি নিরাপদ?
উত্তর : না, গর্ভাবস্থায় রোলাক ১০ নিরাপদ নয়। খুব জরুরী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৩. প্রশ্ন : ছোট বাচ্চাদের জন্য কি রোলাক১০ ব্যবহার করা যায়?
উত্তর : না, ১৬ বছরের নিচে বয়সে কোন বাচ্চাদের রোলাক ১০ ব্যবহার করার অনুমোদন নেই।
৪. প্রশ্ন : রোলাক ১০ কতদিন খাওয়া যায়?
উত্তর : এটি কোন দীর্ঘমেয়াদী ওষুধ নয়। সর্বোচ্চ সাত দিনের মধ্যে এর ব্যবহার সীমাবদ্ধ রাখা উত্তম।
৫. প্রশ্ন : রোলাক ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া এগুলো কি কি?
উত্তর : অন্যান্য ওষুধের মতো রোলাক ১০ এরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। যেমন : মাথা ব্যথা, বমি বমি ভাব গ্যাস্ট্রিক,অতিরিক্ত পিপাসা, ক্লান্তি বোধ, উচ্চ রক্তচাপ, পেপটিক আলসার, ত্বকে ফুসকুড়ি ইত্যাদি।
৬. প্রশ্ন : অন্য ব্যাথানাশক ঔষুধের সাথে রোলাক ১০ ব্যবহার করা যাবে কি?
উত্তর : অন্য যে কোন ওষুধের সাথে রোলাক ১০ ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অন্য যেকোনো ব্যথানাশক ঔষধ এর সঙ্গে রোলাক ১০ ব্যবহার করার অনুমোদন দেয় না চিকিৎসকরা। এতে পাকস্থলী ও কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে।
লেখক এর মন্তব্য :রোলাক ট্যাবলেট এর কাজ
প্রিয় পাঠক, এতক্ষণে পুরো আর্টিকেলটি পড়ে আপনারা নিশ্চয়ই রোলাক ট্যাবলেট এর কাজ সম্পর্কে জানতে পেরেছেন। রোলাক ট্যাবলেট খুব ভালো একটি ব্যথানাশক। যা সাধারণত অস্ত্রোপচারের পর ব্যবহৃত হয়। তাছাড়া আরও নানা প্রদাহ ও ব্যথা কমাতে ওষুধটি ব্যবহৃত হয়। এটি একটি স্বল্পমেয়াদি ওষুধ। দীর্ঘ সময় ধরে এই ওষুধ খাওয়া ঠিক নয়।
১৬ বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়। যে কোন ঔষধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আমাদের আর্টিকেলে আমরা রোলাক ট্যাবলেট খাওয়ার নিয়ম, দাম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা সব বিষয়ে আলোচনা করেছি। এতক্ষণ মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অন্যদের সাথে শেয়ার করে তাদেরও পড়ার সুযোগ করে দিন। আর বিশেষ কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url