ট্রিপটিন ১০ খাওয়ার নিয়ম , কাজ এবং পাশ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানুন
প্রিয় পাঠক, আপনি কি ট্রিপটিন ১০ খাওয়ার নিয়ম সম্পর্কে জানার আগ্রহ থেকে এই আর্টিকেল এসেছেন? তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। আজ এই আর্টিকেলের ট্রিপটিন ১০ এর কাজ, পার্শ্বপ্রতিক্রিয়া সহ যাবতীয় বিষয় আলোচনা করব। ট্রিপটিন ১০ সম্পর্কে জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।
পুরো আর্টিকেলটি পড়লে আপনারা ট্রিপটিন ১০ খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে পারবেন। তাছাড়া আপনার আরো জানতে পারবেন ট্রিপটিন কি ধরনের ওষুধ, ট্রিপটিন ১০ এর কাজ কি, ট্রিপটিন ১০ এর দাম, ট্রিপটিন ১০ বেশি খেলে কি হয়, ট্রিপটিন ২৫ এর কাজ কি, ট্রিপটিন ২৫ এর দাম এবং ট্রিপটিন ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য।
ট্রিপটিন কি ধরনের ওষুধ :
ট্রিপটিন একটি ট্রাইসাইক্লিক এন্টিডিপ্রেসেন্ট শ্রেণির ঔষধ। যার প্রধান উপাদান Amitriptyline Hydrochloride যা ডিপ্রেশন বা দুশ্চিন্তা, নিউরোপ্যাথিক ব্যথা বা মাইগ্রেন, নিদ্রাহীনতা,দীর্ঘমেয়াদী ব্যথা, বাচ্চাদের বিছানায় মূত্রত্যাগ ইত্যাদি সমস্যার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ট্রিপটিন স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ঔষধ। এই ওষুধটি 10mg,25mg দুই পরিমাণে পাওয়া যায়।
ট্রিপটিন 10 এর কাজ কি :
প্রিয় পাঠক, ট্রিপটিন ১০ কি কাজ করে সে সম্পর্কে আপনাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে। আসুন আর্টিকেলের এই অংশে আমরা ট্রিপটিন ১০ এর কাজ সম্পর্কে আলোচনা করি।
ডিপ্রেশন ও বিষন্নতা দূর করা :
ট্রিপটিন আমাদের মস্তিষ্কে সেরাটোনিন ও নরএপিনেফ্রিন নামক দুইটি নিউরো ট্রান্সমিটারের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। যার ফলে মানসিক প্রশান্তি হয় এবং মানসিক চাপ, অতিরিক্ত দুশ্চিন্তা, উদ্বেগ, ডিপ্রেশন দূরে থাকে।
ঘুমের সমস্যা দূর হয় :
যাদের ঘুমের সমস্যা ঘুম হয় না তাদের জন্য চিকিৎসকরা এই ওষুধটি প্রেসক্রাইব করে থাকেন। ট্রিপটিন ১০ ঘুম ঘুম ভাব এনে দেয় এবং ঘুমের সমস্যা দূর করে থাকে।
মাইগ্রেন প্রতিরোধ করে :
ট্রিপটিন ১০ মাইগ্রেনে খুব ভালো কাজ করে। মাইগ্রেনের ব্যথা ছাড়াও দুশ্চিন্তা জনিত বা অতিরিক্ত স্ট্রেস থেকে মাথাব্যথা সারাতে এই ওষুধটি ব্যবহৃত হয়। নিয়মিত ব্যবহার করলে এটি মাথাব্যথার তীব্রতা কমাতে সাহায্য করে।
দীর্ঘমেয়াদী ব্যথা দূর করে:
দীর্ঘদিনের ব্যথা বা ডায়াবেটিসে ও স্নায়ুর সমস্যা জনিত কারণে ব্যথা হলে তা উপশম করতে ট্রিপটিন ১০ ব্যবহৃত হয়ে থাকে। এটি স্নায়ুর অতিসংবেদনশীল প্রতিক্রিয়া কমায় যার ফলে ব্যথা কমে।
বাচ্চাদের বিছানায় মূত্রত্যাগ দূর করে :
অনেক সময় বাচ্চারা বিছানায় মূত্রত্যাগ করে দেয়। এই সমস্যা সমাধানের চিকিৎসকরা এই ওষুধ দিয়ে থাকেন। তাছাড়া বারবার প্রসব হওয়া, পেটে ব্যথা ইত্যাদি উপসর্গে এ ঔষধ ব্যবহার করা হয়।
ট্রিপটিন ১০ খাওয়ার নিয়ম :
ট্রিপ্টিন ১০ (triptyn 10) খাওয়ার নিয়ম বা এর ডোজ নির্ভর করে রোগীর রোগের ধরন, বয়স এবং স্বাস্থ্যের উপর। চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ঔষধ নিজে নিজে সেবন করা উচিত নয়। তবে সাধারণত চিকিৎসকরা যেভাবে ওষুধ নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন তার ভিত্তিতে বিভিন্ন রোগের জন্য এর ব্যবহার ও খাওয়ার নিয়ম আলোচনা করা হলোঃ
বিষন্নতা ও দুশ্চিন্তা দূর করতে :
প্রাপ্তবয়স্ক ও কৈশোর এর ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় ৩০-৭৫ মি.গ্রা. সাধারণত রাতে একবার দেওয়া হয়। তবে ধীরে ধীরে এর মাত্রা বাড়ানো যেতে পারে। যেহেতু ঘুম ঘুম ভাব হয় সেজন্য এটি রাতে সেবন করা উত্তম। তবে ১৬ বছরের নিচে বিষন্নতা বা দুশ্চিন্তা রোগের ক্ষেত্রে এ ওষুধ নির্দেশিত নয়।
মাইগ্রেন প্রতিরোধে :
সাধারণত মাইগ্রেন সমস্যা সমাধানে রাতে ট্রিপটিন (১০-২৫ mg) ঘুমানোর আগে খেতে হয়। রাতে খাবার পর এবং ঘুমের আগে এই ওষুধের পরামর্শ দিয়ে থাকে চিকিৎসকরা।
রাতে শিশুদের বিছানায় মূত্রত্যাগে :
সাধারণত যে সকল শিশুরা রাতে বিছানায় মূত্রত্যাগ করেন তাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। সে ক্ষেত্রে ৫-৭ বছর বয়সের শিশুদের ১০-২০ মি.গ্রা. এবং ১১-১৬ বছর শিশুদের ক্ষেত্রে ২৫-৫০ মি.গ্রা. ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এই ওষুধটি রাতে সেবন করতে হয় এবং এর সর্বোচ্চ সময়সীমা তিন মাস। এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
নিউরোপ্যাথিক ব্যথায় :
নিউরোপ্যাথিক ব্যথা উপশমে অথবা দীর্ঘমেয়াদী ব্যথায় ট্রিপটিন ১০ খাওয়ার নিয়ম হল (১০-২৫ মি.গ্রা.) রাতে একবার। এবং ডাক্তারের পরামর্শে ধীরে ধীরে ওষুধের ডোজ বাড়ানো যেতে পারে।
আশা করি, ট্রিপটিন ১০ খাওয়ার নিয়ম সম্পর্কে আপনারা অবগত হতে পেরেছেন। এখন আমরা ট্রিপটিন ১০ এর দাম সম্পর্কে জানব।
ট্রিপটিন ১০ এর দাম :
ট্রিপটিন ১০ মি.গ্রা. স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ঔষধ। এ ওষুধের প্রতি পিচের দাম ৳ ০. ৮৫ এবং একপাতা ওষুধের দাম (০.৮৫×১০)= ৳ ৮.৫০। একপাতায় ১০ টি ওষুধ থাকে। আর এক বক্সে ২০ পাতা ওষুধ থাকে। সুতরাং এক বক্স ওষুধের দাম পড়বে (২০×৮.৫০)=১৭০.০০ টাকা। আশা করি, ট্রিপটিন ১০ এর দাম সম্পর্কে আপনারা জানতে পেরেছেন।
ট্রিপটিন ১০ বেশি খেলে কি হয় :
ট্রিপটিন ১০ খাওয়ার নিয়ম সম্পর্কে আমরা উপরোক্ত আলোচনায় জেনেছি। যদিও কোন ওষুধই চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয়। তবে ট্রিপটিন ১০ যদি ভুলবশত অতিরিক্ত মাত্রায় গ্রহণ করে থাকেন তাহলে অবিলম্বে পরামর্শ নিতে হবে। কেননা এই ওষুধের ওভার ডোজ এর কারণে বিশেষ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যা জীবন হানির কারণ হতে পারে।
অতিরিক্ত ঘুম বা অবচেতনা, বিভ্রান্তি, হ্যালুসিযনেশন,খিচুনি, ব্লাড প্রেসার কমে যাওয়া, মুখ ও গলা শুকিয়ে যাওয়া, প্রসাবের কষ্ট, শ্বাসকষ্ট, বমি বমি ভাব, হৃদস্পন্দন বেড়ে যাওয়া বা হৃদপিণ্ড থেমে যাওয়া ইত্যাদির মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই এই ওষুধ অতিরিক্ত সেবন থেকে বিরত থাকুন। এবং শিশুদের নাগালের বাহিরে রাখুন। আর অবশ্যই চিকিৎসকের পরামর্শে সেবন করুন।
ট্রিপটিন ২৫ এর কাজ কি :
ট্রিপটিন ১০ এর কাজ এবং ২৫ এর কাজ মূলত একই। এই দুইটি ওষুধের মূল উপাদান এ্যামিট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইড। ট্রিপটিন ২৫ সেরাটোনিন ও নরএপিনেফ্রিন নামক দুইটি নিউরো ট্রান্সমিটারের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। ট্রিপটিন ২৫ একটি এন্টিডিপ্রেসেন্ট ঔষধ যার প্রধান কাজ বিষন্নতা দূর করা, দীর্ঘস্থায়ী নিউরোপ্যাথিক ব্যথা কমাতে, মাইগ্রেন এবং ঘুমের সমস্যায় ব্যবহৃত হয়ে থাকে।
ট্রিপটিন ১০ যা কাজ করে ট্রিপটিন ২৫ ও সেই একই কাজ করে। শুধুমাত্র ট্রিপটিন ২৫ এর মাত্রা একটু বেশি। এবং খাওয়ার নিয়মও একই রকম। রাতে খাবার পর ঘুমের আগে এই ওষুধ সেবন করার নির্দেশনা রয়েছে। বয়স, রোগের ধরন, শারীরিক স্বাস্থ্য অনুযায়ী চিকিৎসকরা ট্রিপটিন ২৫ ব্যবহারে নির্দেশনা দিয়ে থাকেন। আপনি যদি ট্রিপটিন ২৫ সেবন করতে চান তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করুন।
ট্রিপটিন ২৫ এর দাম:
প্রিয় পাঠক, আর্টিকেলের উপরের অংশে ট্রিপটিন ১০ এর দাম সম্পর্কে আমরা জেনেছি। এবার আসুন ট্রিপটিন ২৫ এর দাম সম্পর্কে জেনে নেওয়া যাক। ট্রিপটিন ১০ এবং ২৫ দুটোই স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ। শুধু এই ওষুধের মাত্রা ১০ মি.গ্রা এবং ২৫ মি.গ্রা. এ বিভক্ত করা হয়েছে।
ট্রিপটিন ২৫ এর প্রতি পিচের মূল্য: ৳ ১.৭৬ এবং এক পাতায় ১০ টি ওষুধ থাকায় এক পাতা ওষুধের মূল্য: (১.৭৬×১০)=৳ ১৭.৬০। এবং একটি বক্সে ২০ পাতা ওষুধ থাকে সেক্ষেত্রে এক বক্স ওষুধের দাম: (২০×১৭.৬০)=৳ ৩৫২.০০। আশা করি, আপনারা ট্রিপটিন ২৫ এর দাম সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন।
ট্রিপটিন ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া :
প্রত্যেকটা ঔষধের যেমন কিছু উপকারিতা রয়েছে তেমনি কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। ট্রিপটিন ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণ থেকে গুরুতর হতে পারে। সাধারণত চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত মাত্রায় সেবন করলে এসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। তাই অবশ্যই ট্রিপটিন ১০ খাওয়ার নিয়ম জেনে তারপর সেবন করুন। ট্রিপটিন ১০ এর পাশ্বপ্রতিক্রিয়া নিচে আলোচনা করা হলোঃ
- ঘুম ঘুম ভাব ও অবসাদ
- মুখ শুকিয়ে যাওয়া
- চোখে ঝাপসা দেখা
- অতিরিক্ত জ্বর
- মূত্রনালীর প্রসারণ
- বিভ্রান্তি ও অবচেতনা
- দুর্বলতা ও মাথা ঝিমঝিম করা
- নিম্ন রক্তচাপ
- হৃদপিণ্ড দ্রুত চলা
- বুক ধড়ফড় করা
- বমি বমি ভাব ও বমি হওয়া
- হ্যালুসিনেশন
- অস্থিমজ্জা কমে যাওয়া
- চুলকানি ও ফুসকুড়ি
ট্রিপটিন সম্পর্ক সাধারণ জিজ্ঞাসা (FAQ)
১. প্রশ্ন : ট্রিপটিন ১০ কি কাজে ব্যবহার হয়?
উত্তর : ট্রিপটিন ১০ বিষন্নতা, উদ্বেগ, স্নায়ুজনিত ব্যথা, মাইগ্রেন সমস্যায়, ঘুমের সমস্যা ইত্যাদি সমস্যার সমাধানে ব্যবহার হয়।
২. প্রশ্ন : ট্রিপটিন ১০ কখন খাওয়া উচিত?
উত্তর : সাধারণত এই ওষুধ রাতে খেতে হয়। কেননা এই ওষুধ খেলে ঘুম ঘুম ভাব পায় এবং ঘুম ভালো হয়।
৩. প্রশ্ন : ট্রিপটিন ১০ কতদিন খেতে হয়?
উত্তর : রোগের ধরন এবং বুঝে চিকিৎসকরা এই ওষুধটি কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস খাওয়ার নির্দেশনা দিয়ে থাকেন।
৪. প্রশ্ন : ট্রিপটিন ১০ এর পার্শ্ব প্রতিক্রিয়া কি কি?
উত্তর : ঘুম ঘুম ভাব, মুখ শুকিয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা, বমি বমি ভাব, অবচেতনা, দুর্বলতা, নিম্ন রক্তচাপ ইত্যাদি।
৫. প্রশ্ন : ট্রিপটিন ১০ একসাথে বেশি খেলে কি হয়?
উত্তর : একসাথে অনেকগুলো ট্রিপটিন খেলে বিপদজনক ও মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে।যেমন : খিচুনি, অবচেতনা, নিম্ন রক্তচাপ, হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়া, হ্যালুসিনেশন ইত্যাদি।
লেখকের মন্তব্য : ট্রিপটিন ১০ খাওয়ার নিয়ম
প্রিয় পাঠক, এতক্ষণে নিশ্চয় পুরো আর্টিকেলটি পড়ে ট্রিপটিন ১০ খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। ট্রিপটিন ১০ এর কাজ এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কেও আমরা আপনাদের অবগত করার চেষ্টা করেছি।
আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদের ও পড়ার সুযোগ করে দিন। আর আর্টিকেলটি সম্পর্কে আপনার বিশেষ কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url